শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র রচিত গ্রন্থসমূহ (Books Of Sree Sree Thakur Anukulchandra) [Part-01]
নারীর নীতি
নারী কেমনতর চলনায় চললে সংসার শান্তিময় হয় তারই অপূর্ব নির্দেশ পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর এই গ্রন্থে দিয়েছেন।
সত্যানুসরণ (SATYANUSARAN)
গীতার ন্যায় এরূপ একটি গ্রন্থ যা সকল ধর্মের মানুষের নিত্যপঠনীয় হওয়া উচিত। পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র গ্রন্থ রচনার উদ্দেশ্যে এই গ্রন্থটি রচনা করেন নি। শ্রীশ্রীঠাকুরের অন্যতম প্রিয় ভক্ত অতুলচন্দ্র ভট্টাচার্য্য ছিলেন শ্রীশ্রীঠাকুরের জন্মভূমি হিমায়েতপুর এর পার্শ্ববর্তী বাজিতপুর-ঘাট স্টীমার স্টেশনের স্টেশন মাস্টার। অবসর পেলেই তিনি শ্রীশ্রীঠাকুরের সঙ্গ করতেন এবং ব্যক্তিগত নানা সমস্যার বিষয়ে শ্রীশ্রীঠাকুরের পরামর্শ নিতেন। একসময় অতুলচন্দ্রের অন্যত্র বদলীর আদেশ এলে তিনি শ্রীশ্রীঠাকুরকে কিছু উপদেশ বাণী লিখে দিতে বলেন যার সাহায্যে তিনি বাধাহীনভাবে চলতে পারেন এবং শান্তি ও কল্যাণের অধিকারী হতে পারেন। অতুলচন্দ্র ভট্টাচার্যের সবিনয় অনুরোধে শ্রীশ্রীঠাকুর এক রাত্রিতে একাসনে একটি খাতায় উপদেশ লিখে দেন। ঘটনাটি ছিল বাংলা ১৩১৬ সালের এবং তখন শ্রীশ্রীঠাকুরের বয়স ছিল মাত্র ২২ বৎসর। পরবর্তীকালে অতুলচন্দ্র ভট্টাচার্যের কাছ থেকে খাতাটি পেয়ে “সত্যানুসরণ” নাম দিয়ে বাংলা ১৩২৫ সালে প্রথম সংস্করণ প্রকাশিত হয়। পরবর্তীকালে নতুন সংস্করণগুলোতে শ্রীশ্রীঠাকুরের আদেশে আরও অনেক বাণীর সংযোজন হয় গ্রন্থটিতে।
অনুশ্রুতি
লোকচরিত্র, বৃত্তিনিয়ন্ত্রণ, কৃষি, শিল্প, ব্যবসায়, রাজনীতি, শিক্ষা, দারিদ্র্য, সমাজ, বিবাহ, দাম্পত্য-জীবন, স্বাস্থ্য, ধর্ম, সাধনা ও আর্য্যকৃষ্টি প্রভৃতি বিষয়ে ছড়ার আকারে শ্রীশ্রীঠাকুরের বিচিত্র অমোঘ বাণীগুলো এই গ্রন্থে সংকলিত হয়েছে।
গ্রন্থটি মোট সাতটি (০৭) খন্ডে বিভক্ত।
আর্য্য-প্রতিমোক্ষ
পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর দেওঘর আসার পর প্রদত্ত অজস্র গদ্যবাণীর সময় ও তারিখ উল্লেখসহ ধারাবাহিক সঙ্কলন। পুরুষোত্তমের লীলা-স্মৃতিউদ্দীপী ঐতিহাসিক তাৎপর্য্য-সমন্বিত পুণ্যগ্রন্থ। গ্রন্থটির মোট খন্ড ২৪ টি।
২০০৪ সালের তথ্যানুযায়ী ‘আর্য-প্রতিমোক্ষ’ গ্রন্থটির মোট খন্ড ২৪ টি। তবে এখন সম্ভবত গ্রন্থটি ০৩ টি খন্ডে বিভক্ত।
শিক্ষা-বিধায়না
শিক্ষার মূল উদ্দেশ্য, মনোযোগ আনার উপায়, ভাষা ও শব্দের উৎপত্তি, নারী-শিক্ষা, প্রকৃত ছাত্র, শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য, বেদপাঠের তাৎপর্য্য, রচনার পঞ্চপ্রাণ ইত্যাদি অতি প্রয়োজনীয় বিষয়সমূহের আকরগ্রন্থ।
নিষ্ঠা-বিধায়না
নিষ্ঠা মানুষের জীবনের মূল্য। এই নিষ্ঠা-সম্বন্ধীয় বাণীগুলি রয়েছে এই গ্রন্থে।
আদর্শ বিনায়ক
গুরু, আচার্য্য, ইষ্ট, অবতার, প্রেরিত পুরুষোত্তম সম্বন্ধীয় বাণীগুলি স্থান পেয়েছে এই গ্রন্থে।
বিজ্ঞান-বিভূতি
বিজ্ঞানের নানা বিভাগের অনন্ত সম্ভাবনা ও ইঙ্গিতপূর্ণ নানা তথ্য বিজ্ঞানের সার্থক অনুশীলন ও গবেষণার জন্য জ্ঞানেন্দ্রিয়ের বোধবিচার-সমন্বিত ব্যবহার আর মানসভূমির আদর্শনিষ্ঠাজনিত সাম্যভাব ইত্যাদি বিষয়ের যুুক্তিসিদ্ধ আলোচনা রয়েছে এই গ্রন্থে।
সংজ্ঞা-সমীক্ষা
ধর্ম, দর্শন, সংস্কৃতি, সমাজ, রাষ্ট্র, ব্যবহারিক-জীবন, ইত্যাদির সঙ্গে সম্পৃক্ত বহু বিষয়ের মূল তাৎপর্য্য, অভিধেয় ও তত্ত্ব-দ্যোতনার অপূর্ব উদঘাটন।
দর্শন-বিধায়না
ঈশ্বর, আত্মা, ব্রহ্ম, সত্তা, সাকার, নিরাকার, মুক্তি, মোক্ষ ইত্যাদি বিষয় সম্বন্ধে বাস্তবতা-সম্মত ও যুক্তিসিদ্ধ ব্যাখ্যা রয়েছে এই পুস্তকে।
বিকৃতি-বিনায়না
অহঙ্কার, গর্বেপ্সা, হীনম্মন্যতা, স্বার্থান্ধতা, পরশ্রীকাতরতা, বিশ্বাসঘাতকতা, কৃতঘ্নতা প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়ার ইঙ্গিত রয়েছে এই গ্রন্থে।
চর্য্যা-সূক্ত
কর্মীদের অবশ্যপালনীয় সংগঠন বিষয়ক নীতি সম্বন্ধে শ্রীশ্রীঠাকুর-প্রোক্ত সুবচন।
শাশ্বতী
সূত্রাকারে গ্রথিত জীবন-চলনার শাশ্বত-নীতিমালা।
সম্বিতী
বিষদ বিবরণ ও বিশ্লেষণযোগে মানবজীবনের জটিল সমস্যাগুলির চরম সমাধান।
আচার-চর্য্যা
প্রাত্যহিক জীবনে অভ্যাস-ব্যবহার, আচার-আচরণ, কথাবার্ত্তা, চিন্তাচলন ইত্যাদির সত্তাপোষণী বিনিয়োগের ভিতর দিয়ে কিভাবে ত্রটিহীন অখন্ড জীবনের অধিকারী হওয়া যায়, তার অমিয় সঙ্কেত।
ধৃতি-বিধায়না
এই গ্রন্থপাঠে ধর্ম্মের প্রকৃত তাৎপর্য্য অবগত হওয়া যাবে ও এ-সম্বন্ধে যাবতীয় ভ্রান্ত ধারণা দূর হবে। জানা যাবে, ধর্ম্মের যথার্থ অনুশীলন কিভাবে জীবনকে শিষ্টসুন্দর, পূর্ণাঙ্গ ও সফল ক’রে তোলে।
প্রীতি-বিনায়ক
প্রেম-প্রীতির বৈশিষ্ট্য, প্রকারভেদ, বিকৃতি-ব্যতিক্রম এবং তাদের নিরাকরণ, নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা প্রভৃতি বিষয়ের চমৎকারী বিশ্লেষণ।
(১-২ খন্ড)
স্বাস্থ্য ও সদাচার-সূত্র
কায়িক, মানসিক, আধ্যাত্মিক শুচিতা ও সদাচারের প্রতিষ্ঠা, ব্যাধির কারণ নির্ণয় ও নিরসনের উপায়-উদ্ভাবন এবং রোগ প্রতিষেধী ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে অমোঘ নির্দ্দেশ।
যতি-অভিধর্ম্ম
যতি জীবনে পালনীয় যে-সব নীতির কথা শ্রীশ্রীঠাকুর বলেছেন সেইগুলি স্থান পেয়েছে এই পুস্তকখানিতে।
দেবী-সূক্ত
যাতে নারী বৈশিষ্ট্য-সম্মত সুকেন্দ্রিক সাধনায় দেবীত্বে উপনীতা হ’তে পারে, কল্যাণরূপিণী ও দেবপ্রসবিনী হ’তে পারে, গৃহচর্য্যা সম্বন্ধে প্রয়োজনীয় জ্ঞান লাভ ক’রে গৃহলক্ষীর আসনে অধিষ্ঠিতা হ’তে পারে, তারই স্বর্ণ সঙ্কেত।
জীবন-দীপ্তি
শ্রীশ্রীঠাকুরের সর্বজন-মঙ্গলকর ঐক্যসন্দীপী বর্তমান প্রয়োজনপূরণী বাণী চয়নিকা।
সুরত সাকী ও শ্রীশ্রীঠাকুরের শ্রীহস্তলিপি
শ্রীশ্রীঠাকুর-বর্ণিত উৎসমুখী সুরত ধারায় গতি সন্ধানী ইঙ্গিতবাহী কাব্যগ্রন্থ।
বিধান-বিনায়ক
রাষ্ট্রের আদর্শ, উদ্দেশ্য ও কর্মপ্রণালী, রাষ্ট্রনায়কের লক্ষণ ও করণীয়, স্বাধীনতার তাৎপর্য্য,অনুশাসন রচনায় দ্রষ্টব্য গণপ্রতিনিধি নির্বাচন, সমাজতন্ত্র, গণতন্ত্র ইত্যাদি বিচিত্র প্রয়োজনীয় বিষয়-সম্পর্কে শ্রীশ্রীঠাকুরের সমাধানী বাণীগুলি এই পুস্তকে স্থান পেয়েছে।
© স্বত্ব আবির্ভাব
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments