সৎসঙ্গ বিহার ডালটনগঞ্জ (Satsang Vihar Daltonganj)

সৎসঙ্গ’র বর্তমান প্রধান আচার্য্যদেব পরমপূজ্যপাদ শ্রীশ্রীদাদা (অশোক চক্রবর্তী) বিগত ০৬ জানুয়ারি, ২০১৭ তারিখে পরম পূজনীয়া বড়বৌদি,পূজনীয় বাবাইদা-সিপাইদা-বিংকিদা এবং আশ্রমিক প্রমুখ ভক্তদের সাথে নিয়ে সৎসঙ্গ আশ্রম দেওঘর থেকে ওড়িশার উদ্দেশ্যে রওনা হন। এদিন থেকেই আচার্য্যদেব পরমপূজ্যপাদ শ্রীশ্রীদাদার ওড়িশা এবং ঝাড়খন্ড পরিক্রমা শুরু হয়।  পথে সোনামুখী সৎসঙ্গ-বিহারে ঘন্টাখানেক অবস্থানের পর রওনা দিয়ে সন্ধ্যার পূর্বে জলেশ্বর সৎসঙ্গ- বিহারে পৌঁছান। সেখানে রাত্রিবাস করেন। ০৭ জানুয়ারি হতে ১৬ জানুয়ারি পর্যন্ত তিনি ওড়িশার বিভিন্ন স্থানে নির্ম্মিত সৎসঙ্গ বিহার উদ্বোধন করেন এবং পরিদর্শন করেন। ১৭ জানুয়ারি সকালে আচার্য্যদেব পরমপূজ্যপাদ শ্রীশ্রীদাদা রাউরকেল্লা সৎসঙ্গ বিহার থেকে রওনা দিয়ে ঝাড়খন্ডে বড়াজামদা সৎসঙ্গ বিহারে পৌঁছে মন্দিরটি উদ্বোধন করেন এবং এখানেই রাত্রিবাস করেন।  

১৮ জানুয়ার’১৭ সকালে বড়াজামদা থেকে রওনা দিয়ে ডালটনগঞ্জ সৎসঙ্গ বিহারে পৌঁছান এবং রাত্রিবাস করেন। পরদিন ১৯ জানুয়ারি’১৭ তারিখ প্রাত: প্রার্থনার পূর্বে মন্দিরটি উদ্বোধন করে কিছুক্ষণ অবস্থানের পর রওনা দিয়ে বিকেল নাগাদ দেওঘর সৎসঙ্গ আশ্রমে পৌঁছান।

সৎসঙ্গ বিহার ডালটনগঞ্জ
সৎসঙ্গ বিহার ডালটনগঞ্জ
  




 সৎসঙ্গ বিহার ডালটনগঞ্জ
জেলা-পালামৌ
রাজ্য-ঝাড়খন্ড









 ***এই সর্বত্র পরিক্রমায় হাজার হাজার মানুষ শ্রীশ্রীঠাকুরের সৎমন্ত্রে দীক্ষা গ্রহণ করেন। সৎসঙ্গ বিহার-কেন্দ্রগুলিতে আচার্য্যদেব পরমপূজ্যপাদ শ্রীশ্রীদাদার আগমনে উপস্থিত অগণিত অনুরাগী ও ভক্তবৃন্দের মধ্যে আনন্দের স্রোত বয়ে যায়।  ওড়িশা এবং ঝাড়খন্ড পরিক্রমায় পরমপূজ্যপাদ আচার্য্যদেব শ্রীশ্রীদাদা ওড়িশায় ১১টি এবং ঝাড়খন্ডে দুটি নবনির্ম্মিত কেন্দ্র ও শ্রীমন্দির উদ্বোধন করেন

 © স্বত্ব আবির্ভাব

No comments

Powered by Blogger.