শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র রচিত গ্রন্থসমূহ (Books Of Sree Sree Thakur Anukulchandra) [Part-02]



পুণ্য-পুঁথি
 শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের মহাভাবাবস্থায় বিশ্ব রহস্যের গভীর অশ্রুতপূর্ব ঐশী বাণীসমুহ এই গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে।

চলার সাথী
জীবনের অজানা দুর্গম পথে চ’লতে গেলে মানবমাত্রেরই প্রয়োজন এরূপ পথপ্রদর্শক সাথীর।

পথের কড়ি
চলার পথে পরম পাথেয়-বিভ্রান্তিমুক্তির অমোঘ সঙ্কেত।

বিবাহ-বিধায়না
কোন কোন নীতি-বিধির অনুসরণে বিবাহের সার্থকতা, প্রতিলোম বিকৃতি, পণপ্রথার অপকারিতা, অসিদ্ধ-বিবাহ, বিবাহ-বিচ্ছেদ, নারীর পত্যন্তর গ্রহণের বিষময় পরিণতি, ভ্রষ্টানারীর সংসুদ্ধি, পুরুষের বহুবিবাহ ইত্যাদি বহু বিষয় বিশদভাব আলোচিত হয়েছে এই গ্রন্থে। 

যাজী-সূক্ত
যাজনকারীর অনুসরণীয় নীতি-সম্বন্ধে শ্রীশ্রীঠাকুর-প্রোক্ত বচন। 

সেবা-বিধায়না
পরিবেশের বিজ্ঞানসম্মত ও ইষ্টপোষণী সেবায় জীবনের অমোঘ সার্থকতা, এই শিক্ষা পাওয়া যাবে পুস্তকখানিতে। 

সমাজ-সন্দীপনা
ব্যক্তিগত জীবন গঠন, বিবাহ, দাম্পত্য-জীবন, সুপ্রজনন, প্রতিলোমের কুফল, বর্ণ-ধর্ম, সামাজিক শাসন ও শৃঙ্খলা, দারিদ্র্যব্যাধির নিরসন, প্রীতি-প্রবুদ্ধ পরাক্রমী সমাজ গঠন প্রভৃতির সূত্র রয়েছে এই গ্রন্থে। 

আর্য্যকৃষ্টি
এই গ্রন্থে আলোচিত হয়েছে অবতার পারম্পর্যের স্বীকৃতি, যুগ-পুরুষোত্তমে নতি, পিতৃকৃষ্টির প্রতি শ্রদ্ধা, বর্ণাশ্রম, শ্রেয়কেন্দ্রিক শ্রদ্ধা, বিধিবদ্ধ বিবাহ, সুপ্রজনন, দশবিধ সংস্কার, দৈনন্দিন যজন, যাজন, পরিবেশের ইষ্টানুগ সেবা প্রভৃতি আর্য্যকৃষ্টির অন্তর্ভূক্ত নীতিগুলির অনুবর্তনে মানবজীবনের সর্বতোমুখী উন্নতির সম্ভাবনা। 

তপোবিধায়না
সাধন-ভজন, তপশ্চর্য্যা, আত্মবিশ্লেষণ, সমষ্টিসহ ব্যষ্টিজীবনের ইষ্টানুগ নিয়ন্ত্রণ, তুরীয় উপলব্ধিসমূহের অপরোক্ষ বিবরণ ইত্যাদি বিষয়ভিত্তিক বাণীরাজি এই গ্রন্থের বিষয়বস্তু। 

নীতি-বিধায়না
জীবনের যাবতীয় জটিলতা দুদৈর্ব বিঘ্ন-বিপর্য্যয়কে কেমন ক’রে কল্যাণে পর্য্যবসিত করতে হয় তারই অমৃত সঙ্কেত। 

কৃতি-বিধায়না
সহজাত শক্তি সংস্কারের উপর দাঁড়িয়ে কেমন ক’রে বিভিন্ন গুণের অনুশীলন ক’রে কৃতকার্য্য হতে হয় তারই অমৃত সঙ্কেত। 

বিবিধ-সূক্ত
কর্ম, নীতি ও বিধি এই তিনটি অধ্যায়ে প্রয়োজনীয় বহু জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বিশ্লেষণাত্মক আলোচনা এবং শ্রীশ্রীঠাকুরের বিবিধ বাণীর সর্বশেষ সঙ্কলন।

বিধি-বিন্যাস
আত্মশুদ্ধি-প্রয়াসী, কল্যাণ-তপা সাধকের পক্ষে একান্ত জ্ঞাতব্য বিধিনিচয়।

সদবিধায়না
স্থান, কাল, পাত্র ও পরিস্থিতি অনুযায়ী কোথায় কেমন ব্যবহার করতে হবে সে সম্বন্ধে শ্রীশ্রীঠাকুরের নির্দেশাবলী।

আশিস্-বাণী
বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে শ্রীশ্রীঠাকুর-প্রদত্ত অনুশাসন-বাণী। ‘আশিস্-বাণ’ পুস্তকটির মোট খন্ড দুইটি।

আশিস্-বাণী
পরম পূজ্যপাদ শ্রীশ্রীবড়দার প্রতি।

প্রর্থনা
সামমন্ত্রবৎ গভীর প্রর্থনা-মন্ত্রগুলি প্রতিগৃহে সমাদরণীয়।

তাঁর চিঠি
শ্রীশ্রীঠাকুরের শ্রীহস্তলিখিত মর্মস্পর্শী উদ্দীপনী পত্রাবলী

অমিয় লিপি
মানবজীবনের ব্যক্তিগত দুঃখ, দৈন্য ও নৈরাশ্যে মহামানবের সহানুভূতিপূর্ণ অমৃত সঙ্কেত।




 © স্বত্ব আবির্ভাব


























No comments

Powered by Blogger.